Probashirkantho
ঢাকাসোমবার , ৩ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঘরে মিলল স্ত্রী ও শ্যালিকার মরদেহ, যুবক পলাতক

অনলাইন ডেস্ক::
মার্চ ৩, ২০২৫ ৩:৩২ অপরাহ্ণ
Link Copied!

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সামিউল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে স্ত্রী ও শ্যালিকাকে খুন করার অভিযোগ উঠেছে।

সোমবার (৩ মার্চ) সকালে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে বাবার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন ওই গ্রামের মৃত রওশন আলী মেয়ে যূথী আক্তার ও তার ছোট বোন স্মৃতি। ঘটনার পর থেকে সামিউল ইসলাম পলাতক।

পুলিশ জানায়, দেড় বছর আগে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার জামতলী গ্রামের ফারুক মিয়ার ছেলে সামিউল ইসলামের সঙ্গে বিয়ে হয় যূথীর। গত দেড় মাস আগে যূথী তার বাবার বাড়িতে আসেন। গত সপ্তাহে সামিউল শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। সোমবার সকালে যূথী ও স্মৃতির মরদেহ দেখতে পান পরিবারের লোকজন। আর ঘটনার পর থেকে সামিউল পলাতক।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
ধারণা করা হচ্ছে, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। অভিযুক্ত সামিউলকে ধরার চেষ্টা চলছে।