Probashirkantho
ঢাকাসোমবার , ৩ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

‘সুইটহার্ট’ লিখে ফেসবুকে অস্ত্রের ছবি পোস্ট, ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক::
মার্চ ৩, ২০২৫ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করার অভিযোগে দিনাজপুরের বিরামপুরে নাবিল হোসেন (২২) নামে ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২ মার্চ) রাতে তাকে বিরামপুর বিরামপুর পৌরশহরের বড়মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পরদিন সোমবার (৩ মার্চ) রাতে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

নাবিল হোসেন দিনাজপুরের বিরামপুর পৌরশহরের ইসলামপাড়া মহল্লার নজরুল ইসলামের ছেলে। তবে তার বর্তমান ও দ্বিতীয় বাবার নাম মাহবুব আলম। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরামপুর পৌরসভার ৪নং ওয়ার্ড শাখার সদস্য।

পুলিশ জানায়, নাবিল হোসেন তার ফেসবুক আইডি নাবিল (নাবু) থেকে রোববার বিকেলে একটি রিভলবার ও ম্যাগজিনের ছবি দিয়ে পোস্ট করেন। তার ওই পোস্টকৃত ছবিতে ইংরেজিতে ‘সুইটহার্ট’ লেখা ছিল। আরও লেখা ছিল ‘তুমি যদি যোগাযোগ না করো তাহলে আমি আত্মহত্যা করব। ’ বিষয়টি জানতে পেরে রোববার রাত ৯টার দিকে বিরামপুর পৌরশহরের বিরামপুর মহিলা কলেজ সংলগ্ন বড়মাঠ থেকে নাবিল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমতাজুল হক জানান, গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হওয়ায় নাবিল হোসেন তার ফেসবুকে অস্ত্রসহ একটি ছবি পোস্ট করেছিল। পরবর্তীতে রাতে বড়মাঠ থেকে নাবিলকে আটক করা হয়। গত ২৫ অক্টোবর বিএনপি কর্মী বিপ্লব আলম ওরফে বিলুর দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।