Probashirkantho
ঢাকাবৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ইবি কর্মকর্তা লাবনী নিহত

অনলাইন ডেস্ক::
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

কুষ্টিয়া শহরে রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত ইজিবাইকের ধাক্কায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক কর্মকর্তা নিহত হয়েছেন।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এনএস রোডের মোগল কুইজিন রেস্তোরাঁর সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী কর্মকর্তার নাম মোছা. ইশরাত জাহান লাবনী (৪০)। তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের পান্টিবাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের সাবেক প্রশাসক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ হোসেন জাফরের মেয়ে।

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ইশরাত জাহান মেয়ের সঙ্গে জেলা শহরের কাটাইখানা মোড় এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহত ইশরাত জাহান ইবির অর্থ ও হিসাব বিভাগের সহকারী রেজিস্ট্রার।

ইবির তথ্য ও জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. আমানুর আমান এ তথ্য নিশ্চিত করেছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম বলেন, বুধবার রাত ৯টা ৫ মিনিটের দিকে সড়ক দুর্ঘটনায় আহত নারীকে হাসপাতালে ভর্তি করানো হয়। ভর্তির আধা ঘণ্টার মধ্যে তার মৃত্যু হয়। আঘাতপ্রাপ্ত হওয়ায় নাক ও কান দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল তার।

কুষ্টিয়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে ইশরাত জাহানের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।