Probashirkantho
ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ অভিবাসীদের পায়ের শিকল ভাঙতে পারলেন না মোদী

আন্তর্জাতিক ডেস্ক::
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১০:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

আজ দ্বিতীয় দফায় অবৈধ অভিবাসীদের ভারতে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। প্রথমে ১১৯ জন ফেরার কথা থাকলে ফিরছে ১১৬ জন।

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাতের পর এই প্রথম বিমান বোঝাই করে অবৈধ ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র।

সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার(১৫ ফেব্রুয়ারি) রাতে আমেরিকা থেকে ফেরা এক অবৈধবাসী দাবি করেছেন, তাদের হাতকড়া পরিয়েই উড়োজাহাজে নিয়ে আসা হয়েছে। শুধু তা-ই নয়, ওই অবৈধবাসী দাবি করেছেন তাঁদের পা-ও বাঁধা ছিল শিকলে।

এর আগে অবৈধ ভারতীয়দের নিয়ে যুক্তরাষ্ট্র থেকে অমৃতসরে প্রথম বিমানটি নেমেছিল ৫ ফেব্রুয়ারি। তখন অভিযোগ ওঠে, বিমানের মধ্যে হাতকড়া পরিয়ে ও পায়ে শেকলে বেঁধে রাখা হয়েছিল ১০৪ জন অবৈধ অভিবাসীকে। ভারতে পৌঁছানোর পরেই তাদের মুক্তি দেওয়া হয়। এই ঘটনা ভারতে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।

যুক্তরাষ্ট্র কেন এই ভাবে অবৈধবাসীদের ফেরত পাঠাচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠে ভারতীয় সংসদেও। এই বিতর্কের মধ্যেই দু’দিনের আমেরিকা সফরে যান মোদী। ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন হোয়াইট হাউসে। এই বৈঠকের পর দ্বিতীয় দফার অবৈধবাসীদের কী অবস্থায় ফেরানো হয়, তা নিয়ে সবার কৌতূহল ছিল।

এই সমালোচনার প্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানান, যেন ফেরত পাঠানো ব্যক্তিদের সঙ্গে কোনো খারাপ আচরণ করা না হয়, তা নিশ্চিত করার জন্য ভারত সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

জয়শঙ্করের কথায় বিরোধীরা যে আশ্বস্ত হতে পারেনি তা সামাজিক যোগাযোগ মাধ্যমে কংগ্রেস নেতা পি চিদম্বরম মন্তব্য থেকেই বুঝা যায়। তিনি দ্বিতীয় দফার ফ্লাইটটির দিকে ইঙ্গিত করে লেখেন, এটি ভারতীয় কূটনীতির পরীক্ষা।

তবে  ফিরে আসা নির্বাসিতদের একজন, পাঞ্জাবের হোশিয়াপুর জেলার কুরালা কালান গ্রামের বাসিন্দা, দলজিৎ সিং জানান, বিমান যাত্রার সময় তাদের হাতকড়া পরানো হয়েছিল এবং পায়ে শিকল বাঁধা ছিল। তিনি সাংবাদিকদের বলেন, যাত্রাটি ছিল তার জন্য শারীরিক এবং মানসিকভাবে কঠিন।

তাই বলা যায় চিদম্বরম যে পরীক্ষা কথা উল্লেখ করেছেন সেখানে ফেল মেরেছেন মোদী। ট্রাম্পের সঙ্গে দেখা করেও যুক্তরাষ্ট্র থেকে ফেরা অবৈধ ভারতীয় অভিবাসীদের হাতকড়া ও পায়ের শিকল তিনি ভাঙতে পারেননি।