Probashirkantho
ঢাকাসোমবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আড়ানীর সাবেক পৌর মেয়র মুক্তার ও পৌর আ. লীগ সম্পাদক বাপ্পি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক::
ফেব্রুয়ারি ১৭, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার সাবেক মেয়র মুক্তার আলী ও আড়ানী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত বাপ্পি আড়ানী চকসিঙ্গা গ্রামের বাসিন্দা এবং সাবেক মেয়র মুক্তার আলীর জামাতা।

আর মুক্তার আলী আড়ানী পৌরসভার পিয়াদাপাড়া গ্রামের বাসিন্দা।

তাদেরকে এরই মধ্যে বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, সন্ত্রাসী হামলা, মারপিটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।

গেল ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে তারা আত্মগোপনে চলে যায়।  রোববার গোয়েন্দা শাখা পুলিশ রাজশাহী মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফম আছাদুজ্জামান জানিয়েছেন, তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।