Probashirkantho
ঢাকাশনিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ভাই-বোনের মরদেহ নিখোঁজের তিনদিন পর পানিতে ভেসে উঠলো

অনলাইন ডেস্ক::
ফেব্রুয়ারি ৮, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুরের কুমার নদে গোসলে নেমে নিখোঁজের তিনদিন পর দুই ভাই-বোনের মরদেহ ভেসে উঠেছে। পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে মাদারীপুর সদর উপজেলার রাস্তি এলাকার কুমার নদ থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কুলসুম আক্তার (১১) ও মিনহাজ (৭) আপন ভাই-বোন ও স্থানীয় একটি মাদরাসায় পড়তো। তারা সদর উপজেলার তরমুগরিয়া এলাকায় হকার (ভাঙারি ব্যবসায়ী) লিটন মাতুব্বরের সন্তান।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের তরমুগরিয়া এলাকায় ভাড়া বাসায় থাকেন লিটন মাতুব্বর ও মনোয়ারা বেগম দম্পতি। তাদের তিন মেয়ে ও এক ছেলে। গত ৫ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো লিটন মাতুব্বর ভাঙারি কেনাবেচার কাজে বাইরে যান। স্ত্রী কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে মাদরাসা থেকে এসেই পাশের কুমার নদে গোসলে যায় দুই ভাই-বোন।

দুপুর ১টার দিকে গোসল করতে নেমে দুই ভাইবোন নিখোঁজ হয়। পরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উদ্ধারে নামে। বিকেল ৫টা পর্যন্ত তাদের কোনো সন্ধান না পেয়ে অভিযান বন্ধ রাখে তারা। পরে শনিবার সকালে কুমার নদের রাস্তি এলাকায় শিশু দুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।