Probashirkantho
ঢাকাবুধবার , ৫ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের আদালতে সাবেক মন্ত্রী ইমরান আহমদ

অনলাইন ডেস্ক::
ফেব্রুয়ারি ৫, ২০২৫ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

সিলেটের আদালতে তোলা হয়েছে সাবেক প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাকে সিলেট জেলা ও দায়রা জজ আদালতে তাকে তোলা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (প্রসিকিউশন) রাজীব কুমার দেব এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, একটি মামলায় হাজিরা দিতে আদালতে তোলা হয় ইমরান আহমদকে। পরে হাজিরা শেষে পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালত প্রাঙ্গণ থেকে নিয়ে যাওয়া হয়।

গত ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। ২০ অক্টোবর রাতে রাজধানী ঢাকার বনানী থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

ইমরান আহমেদ সিলেট-৪ আসন থেকে বেশ কয়েকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রথমে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। পরে তাকে এই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।