Probashirkantho
ঢাকাসোমবার , ৩ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের শুল্কনীতির প্রভাবে ভারতের শেয়ারবাজারে ধস, রুপির রেকর্ড দরপতন

আন্তর্জাতিক ডেস্ক::
ফেব্রুয়ারি ৩, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

নতুন বাণিজ্যযুদ্ধের আশঙ্কায় সোমবার (৩ ফেব্রুয়ারি) ভারতীয় শেয়ারবাজারে বড় ধরনের দরপতন হয়েছে। একইসঙ্গে, ইতিহাসের সর্বনিম্ন দরে নেমে গেছে ভারতীয় রুপি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কানাডা, মেক্সিকো ও চীনের ওপর নতুন শুল্ক আরোপ করায় বিনিয়োগকারীদের মধ্যে যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, ভারতসহ গোটা এশিয়ার অর্থনীতিতে তার নেতিবাচক প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ভারতীয় শেয়ারবাজারে ধস

সপ্তাহের প্রথমদিনই ভারতের শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটেছে। নিফটি ৫০ সূচক ০.৯৩ শতাংশ কমে ২৩ হাজার ২৬৫ দশমিক ১ পয়েন্টে নেমে আসে। আর বিএসই সেনসেক্স ০.৮১ শতাংশ কমে ৭৬ হাজার ৮৭৪ দশমিক ৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রভুদাস লিলাধারের পরামর্শক প্রধান বিক্রম কাসাত বলেন, ট্রাম্পের নতুন শুল্কনীতির ফলে বিনিয়োগকারীদের মধ্যে বড় ধরনের ধাক্কা লেগেছে। বিশ্ব অর্থনীতির জন্য এটি মোটেই ইতিবাচক নয়। তার মতে, এই পরিস্থিতিতে বাজারের ভবিষ্যৎ প্রবণতা নির্ভর করবে বিনিয়োগকারীদের প্রতিক্রিয়ার ওপর।

সরকারি সংস্থাগুলোর দরপতন

সোমবার ভারতের সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ার সূচক ৪ শতাংশ নেমেছে, আর দুইদিনে তাদের পতন হয়েছে মোট ৭ শতাংশ। বাজেট ঘোষণার পর কোম্পানিগুলোর যে লাভ হয়েছিল, তা পুরোপুরি মুছে গেছে।

এদিকে, লার্সেন অ্যান্ড টুব্রোর শেয়ার ৪ শতাংশ দর হারিয়েছে। গত শনিবারও তাদের দর ৩ দশমিক ৪ শতাংশ কমেছিল।

বিনিয়োগ বিশ্লেষকদের মতে, বাজেটে মূলধনী ব্যয়ের হার কম থাকায় ভারতের শিল্পখাতে নেতিবাচক প্রভাব পড়েছে।

অন্য খাতগুলোতেও এর নেতিবাচক প্রভাব দেখা গেছে। হিটাচি এনার্জি ও থারম্যাক্স যথাক্রমে ৮ শতাংশ ও ৭ শতাংশ দর হারিয়েছে।

তেল বিপণন সংস্থাগুলোর ক্ষতি

এদিন ভারত পেট্রোলিয়াম করপোরেশন ৫ শতাংশ, ইন্ডিয়ান অয়েল করপোরেশন ৩ শতাংশ এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম করপোরেশন ৭ শতাংশ দর হারিয়েছে।

বিনিয়োগ প্রতিষ্ঠান জেফারিজ জানায়, ২০২৫ অর্থবছরে এলপিজি ভর্তুকির কারণে তেল বিপণন কোম্পানিগুলোকে মোট লোকসানের ৬৯ শতাংশ বহন করতে হবে, যা তাদের মুনাফার সম্ভাবনা কমিয়ে দেবে।

ভারতীয় রুপির রেকর্ড দরপতন

ট্রাম্পের নতুন শুল্কনীতির ফলে মার্কিন ডলারের মূল্য বেড়ে গেছে, যার প্রভাব পড়েছে এশিয়ার মুদ্রাবাজারেও। সোমবার ডলারের বিপরীতে ভারতীয় মুদ্রার মান প্রথমবারের মতো ৮৭ রুপির নিচে নেমেছে।

এদিন লেনদেনের শুরুতেই রুপির মান ০.৫ শতাংশ কমে ৮৭ দশমিক ০৭-এ নেমে আসে। বাজার বিশ্লেষকদের মতে, দিনের শেষে ভারতীয় রুপির মান আরও দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে।

ট্রাম্প তার নির্বাহী আদেশে মেক্সিকো ও কানাডার বেশিরভাগ পণ্যের ওপর ২৫ শতাংশ এবং চীনের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে এই নীতি।

বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের নতুন শুল্কনীতির ফলে বিশ্ববাণিজ্যে অস্থিরতা বাড়বে এবং বিনিয়োগকারীদের মধ্যে আরও অনিশ্চয়তা তৈরি করবে।

সূত্র: রয়টার্স