Probashirkantho
ঢাকামঙ্গলবার , ২০ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৬ জনের মৃত্যুদণ্ড

অনলাইন ডেস্ক:
মে ২০, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জে সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম হত্যা মামলায় ৬ জনকে মৃত্যুদণ্ড দি‌য়ে‌ছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

মঙ্গলবার (২০ মে) সকা‌লে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হ‌লেন- গাইবান্ধা জেলার পারধুন্দিয়া গ্রামের মো. খাজা মিয়া, হরিনাথপুর বিষপুকুর গ্রামের মো. এনামুল, দরগাপাড়া গ্রামের মো. মোজাহিদ, পারধুন্দিয়ার মো. বসু, মাদারদহ পূর্বপাড়া গ্রামের মো. সাইদুল ইসলাম এবং রামনগর (হাটবাড়ি) গ্রামের মো. মিলন সরকার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সবজি ব্যবসায়ী নাজমুল ইসলাম চকগৌরী বাজার থেকে সবজি কিনে ঢাকা জেলার বাইপাইল এলাকায় সবজির আড়তে বিক্রি করে থাকেন। ২০১৭ সা‌লের ১০ জুলাই নওগাঁ চকগৌরী হাট থেকে বিভিন্ন ধরনের সবজি ক্রয় করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। সবজির ট্রাক নি‌য়ে গাজীপুর জেলার চন্দ্রা এলাকা পৌঁছা‌লে একটি কালো প্রাইভেটকারে অপহরণ ক‌রে ৫০ হাজার টাকা দা‌বি ক‌রেন। প‌রে ২০১৭ সা‌লের ১২ আগস্ট রাত ১টার দি‌কে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকার রূপসী বাংলা খাবার হোটেলের পা‌শে নাজমুল ইসলা‌মের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।

রাষ্ট্র পক্ষের আইনজীবী শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার (রফিক সরকার) ব‌লেন, অভিযোগ প্রমাণের জন্য মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সিনিয়র জেলা ও দায়রা জজ আজ এ রায় ঘোষণা করেন।