Probashirkantho
ঢাকাবুধবার , ১৪ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জে গৃহকর্মীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি নির্যাতনে মৃত্যু

অনলাইন ডেস্ক:
মে ১৪, ২০২৫ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

সুনামগঞ্জ শহরতলীর বাধনপাড়া এলাকায় চম্পা বেগম (১৭) নামে এক গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ বাড়ির মালিক ও তার ছেলেদের নির্যাতনে প্রাণ গেছে মেয়েটির।

বুধবার (১৪ মে) দুপুরে বাধনপাড়ার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহকর্মী চম্পা বেগম সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউপির নুরপুর গ্রামের বাদশা মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, চম্পার মরদেহ বাসার জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় প্রথম দেখতে পান ওই বাড়ির মালিকের ছেলে শুভ। তিনি প্রথমে নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে তিনি ঢাকায় অবস্থানরত চম্পার চাচাতো বোনকে বিষয়টি জানান। সেখান থেকেই খবর যায় চম্পার পরিবারের কাছে।

চম্পার বাবা বাদশা মিয়া বলেন, তিন বছর আগে চম্পা ওই বাড়িতে কাজ করত। তখনও ওদের পরিবারের নির্যাতনের শিকার হয়েছিল। তখন তাকে বাড়ি নিয়ে আসি। পরে বাড়ির মালিক নিক্কু চেয়ারম্যানের অনুরোধে মেয়েকে আবার সেখানে পাঠাই। এবার আর বেঁচে ফিরল না।

সুনামগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) মনিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।