নার্সিং ডিপ্লোমাকে ডিগ্রি সমমানে উন্নীত করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অবরোধে রাজধানীর শাহবাগ মোড় প্রায় ৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।
এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেন ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীরা। তারা জানান, ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমান ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করতে সরকারকে এক ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন।
তবে সময়সীমার মধ্যে কোনো প্রতিশ্রুতি না পাওয়ায় শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হলে পুলিশ তাদের চারুকলা অনুষদের সামনের সড়কে বাধা দেয়। পরে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ মোড় অবরোধ করেন।
শাহবাগে অংশ নেওয়া জামালপুর নার্সিং কলেজের শিক্ষার্থী আপন মাহমুদ বলেন, এইচএসসি পাস করে ১১০ ক্রেডিটের তিন বছর ছয় মাস মেয়াদি কোর্স সম্পন্ন করার পরও আমাদের ডিগ্রির মান দেওয়া হচ্ছে না। অথচ এইচএসসি পাস করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন বছর মেয়াদি কোর্স শেষ করেও অনেকে ডিগ্রি সমমান পাচ্ছেন। এটি আমাদের সঙ্গে চরম বৈষম্য।
আরেক শিক্ষার্থী রাতুল ওয়াহিদ বলেন, বৈষম্যবিরোধী বাংলাদেশে আমাদের সাথেই হচ্ছে বৈষম্য। একবার ইন্টার পাশ করে সাড়ে ৩ বছর পড়াশোনা, ইন্টার্নশিপ শেষ করার পরও আমাদের সার্টিফিকেট এইচএসসি সমমান! তাহলে আমাদের দাবি কি অযৌক্তিক?
আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। আজকের মধ্যেই প্রজ্ঞাপন জারি না হলে তারা আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন বলেও জানিয়েছেন।