বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদে নাশকতার মামলায় ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা এস এম মিজানুর রহমানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার তার বিরুদ্ধে রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন আদলত।
গত বুধবার রাতে রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে এস এম মিজানুর রহমানকে গ্রেফতার করে পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহ্সীন উদ্দিন আতিক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, এস এম মিজানুর রহমান ছিলেন শেখ হাসিনার ব্যক্তিগত কর্মকর্তা। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।