ইউক্রেন যুদ্ধের ময়দানে রাশিয়ার পক্ষে লড়াই করে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০০ উত্তর কোরীয় সেনা। এমন বিস্ফোরক দাবি করেছে দক্ষিণ কোরিয়ার একাধিক সংসদ সদস্য। গোয়েন্দা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তারা জানিয়েছেন, গত ছয় মাসে ইউক্রেনের বিভিন্ন ফ্রন্টলাইনে উত্তর কোরিয়ার প্রায় ৪ হাজার ৭০০ সেনা হতাহত হয়েছেন।
বুধবার দক্ষিণ কোরিয়ার সংসদীয় এক ব্রিফিংয়ে এ তথ্য উঠে আসে। সংবাদ সংস্থা রয়টার্স জানায়, দক্ষিণ কোরিয়ার আইনপ্রণেতারা দাবি করেছেন- রাশিয়ার সঙ্গে চুক্তির ভিত্তিতে পিয়ংইয়ং প্রায় ১৫ হাজার সেনা ইউক্রেনে পাঠিয়েছে। এতে মস্কো সামরিকভাবে লাভবান হয়েছে, বিশেষ করে কুরস্ক অঞ্চলে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, এই সেনা প্রেরণের বিনিময়ে উত্তর কোরিয়া রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি এবং কৃত্রিম গোয়েন্দা উপগ্রহ (স্পাই স্যাটেলাইট) তৈরির ক্ষেত্রে কারিগরি সহায়তা পেয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, চলতি সপ্তাহেই প্রথমবারের মতো উত্তর কোরিয়া কাশ্যে স্বীকার করে যে তারা রাশিয়ার পক্ষ হয়ে ইউক্রেন যুদ্ধে সেনা মোতায়েন করেছে।
রাষ্ট্রীয় বিবৃতিতে জানানো হয়, দেশটির নেতা কিম জং উনের নির্দেশে কিয়েভের বিরুদ্ধে অভিযান পরিচালনায় সহায়তা করছে উত্তর কোরিয়ার সেনারা।