Probashirkantho
ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

হাতকড়াসহ পালানো আসামি ২০ দিন পর গ্রেফতার

অনলাইন ডেস্ক:
এপ্রিল ৩০, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি মো. আল আমিন সরদারকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) ভোরে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব ও পুলিশ।

গ্রেফতার মো. আল আমিন সরদার কালকিনি পৌরসভার ২ নং ওয়ার্ডের ঠেংগামারা এলাকার মোস্তফা সরদারের ছেলে।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, গত ১০ এপ্রিল রাতে কালকিনির মাছবাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। তাদের হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগিরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেয়া হয়। এ সময় পুলিশের ৪ সদস্য আহত হন। এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করে পুলিশ।

তিনি আরো জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেফতারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে আল আমিনকে গ্রেফতার করা হয়। এ পর্যন্ত ওই মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামির নামে কালকিনি থানায় অস্ত্র, মাদক,চাঁদাবাজি সহ ১০ টি মামলা রয়েছে।