মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাশেরবাজার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাতাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাতাব উদ্দিন বড়লেখার পূর্ব শঙ্করপুর এলাকার মৃত জইন উদ্দিনের ছেলে।
জানা যায়, রাতে অভিযান চালিয়ে উপজেলার দাশেরবাজার ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মাতাব উদ্দিনকে গ্রেফতার করে বড়লেখা থানার পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।