পাবনার ঈশ্বরদী উপজেলার ডিগ্রির চর দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০) ও আলম (২৭)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে গুরুতর আহত পিল্লু ও ছুবাইলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তারা সবাই বিএনপি সমর্থক।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈশ্বরদী উপজেলার ডিগ্রির চর এতদিন দখল করে রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থক কর্মীরা। পরে ৫ আগস্টের পর তারা পালিয়ে যায়। গত পহেলা বৈশাখ থেকে ‘ডিগ্রির চর’ সরকার থেকে লিজ নেন বিএনপি সমর্থক আকাত আলী শেখ। শুক্রবার সকালে আত্মীয়স্বজন ও এলাকাবাসী নিয়ে ডিগ্রির চর নিজেদের দখলে নিতে যান তিনি। এ সময় পাশের কলাবাগানের ভেতর থেকে আওয়ামী সমর্থক মকুল মেম্বার, তরিকুল মেম্বার ও শফি মিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন অস্ত্র দিয়ে এই হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় চারজন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।