Probashirkantho
ঢাকাবুধবার , ২৩ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লখনৌর বিপক্ষে দিল্লির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক:
এপ্রিল ২৩, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বোর্ডে পুঁজি ১৫৯ রানের। আইপিএলের মতো রানবন্যার টুর্নামেন্টে এই সংগ্রহ নিয়ে যে লড়াই করা কঠিন, সেটা নিশ্চয়ই আগেই বুঝে গিয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। তাই হলো। দিল্লি ক্যাপিটালসের কাছে পাত্তাই পেলো না লখনৌ।

ঘরের মাঠের দলকে ৮ উইকেট আর ১১ বল হাতে রেখে সহজেই হারিয়েছে দিল্লি। ৮ ম্যাচে এটি ষষ্ঠ জয় দিল্লির, নবম ম্যাচে চতুর্থ হার দেখলো লখনৌ।

১৬০ রানের লক্ষ্য তাড়ায় করুন নায়ার ১৫ করে ফিরলেও আরেক ওপেনার অভিষেক পোরেল আর পরের দুই ব্যাটার লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেলের ব্যাটে সহজ জয় পায় দিল্লি।

পোরেল ৩৬ বলে ৫১ রানে আউট হন। রাহুল ৪২ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৭ আর অক্ষর ২০ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন।

এর আগে ওপেনিং জুটিতে ঝোড়ো সূচনার পরও চ্যালেঞ্জিং স্কোর গড়তে পারেনি লখনৌ সুপার জায়ান্টস। ৬ উইকেটে ১৫৯ রানেই থেমে গেছে তাদের ইনিংস।

ঘরের মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ওপেনিংয়ে দুর্দান্ত সূচনা পায় লখনৌ। এইডেন মার্করাম আর মিচেল মার্শ ১০ ওভারে তুলে দেন ৮৭। ৩৩ বলে ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় ৫২ করে মার্করাম ফিরলে ভাঙে এই জুটি।

এরপর দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে বসে লখনৌ। নিকোলাস পুরান ৫ বলে করেন ৯। মুকেশ কুমারের এক ওভারে ফেরান আবদুল সামাদ (৮ বলে ২) আর মার্শকে (৩৬ বলে ৪৫)। ২৩ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় রিশাভ পান্তের দল। তাতে রানের গতি কমে যায়।

১৪ থেকে ১৭-এই চার ওভারে মাত্র ২৩ রান নিতে পারে লখনৌ। শেষদিকে আয়ুশ বাদানি ২১ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলকে কিছুটা এগিয়ে দেন। ১৫ বলে ১৪ রানে অপরাজিত থাকেন ডেভিড মিলার।

মুকেশ কুমার ৩৩ রানে শিকার করেন ৪টি উইকেট।