চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে ট্রাক্টরের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে শাহজাহান পাটওয়ারী নামে এক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
মঙ্গলবার (২২ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে কুমারডুগি ও জাফর বাড়ির মধ্যবর্তী হাওলাদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান পাটওয়ারী শাহমাহমুদপুর ইউনিয়নের মফিজুল ইসলাম পাটওয়ারীর ছেলে।
জানা যায়, চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী যাত্রীবাহী একটি বাসের হেডলাইটের আলো অটোচালকের চোখে পড়ে। এতে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সামনে থাকা দাঁড়ানো ট্রাক্টরের পেছনে ঢুকে পড়ে অটোরিকশাটি। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন।
চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া বলেন, মরদেহটি উদ্ধার করে চাঁদপুর নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।