বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৩ দিন ধরে রোগীদের ব্যবহৃত পানি নেই। স্বাস্থ্য কমপ্লেক্সের পানির পাম্প বিকল হওয়ায় এ অবস্থা সৃষ্টি হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। যে কারনে নদী ও পুকুর থেকে রোগীদের স্বজনেরা পানি এনে ব্যবহার করছেন টয়েলেটে। সুপেয় খাবার পানি কিনে আনতে হচ্ছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
রোববার রাত সাড়ে ৮টার দিকে হাসপাতালের মহিলা বেডে চিকিৎসাধীন ভর্তিকৃত রোগী পারুল বেগম, শিমা আক্তার, নাসিমা বেগম, প্রতিবন্ধী সুমাইয়া, রোগীর স্বজন ফারুক মল্লিকসহ একাধিক রোগী জানান, টয়েলেট অপরিস্কার, দূর্গন্ধ। এগুলো দেখার কি কেউ নেই। নিজেদের ব্যবহারের পানি নদী ও পুকুর থেকে বোতলে করে এনে ব্যবহার করতে হচ্ছে। খাবার পানি দোকান থেকে কিনে আনতে হচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়নের একটি পৌরসভার প্রায় ৫ লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র মাধ্যম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি। হাসপাতালে ডাক্তার সংকটে ২০২২ সাল থেকে অপারেশন বন্ধ রয়েছে, অপারেশন র্থিয়েটারে ঝুলছে তালা। শুধুমাত্র জরুরী বিভাগে ছোট-খাটো কাটা ছেড়া সেলাই ছাড়া কোনো বড় ধরনের অপারেশন হয়না। এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে বন্ধ, আল্ট্রাসনোগ্রাম কিছুদিন চালু থাকলেও বর্তমানে বন্ধ রয়েছে।
মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, হাসপাতালে ব্যবহারের পানি তোলার ৩টি পাম্পের মধ্যে ২টি অনেকদিন ধরে বিকল রয়েছে। একটি পাম্প চালু থাকলেও বর্জ্রপাতে সেটা নস্ট হয়ে গেছে। বিকল্প হিসেবে রোগীদের জন্য ২টি ড্রামে সকাল বিকেল পানি রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল্লাহ জানান, হাসপাতালের রোগীদের সমস্যার বিষয়ে তিনি বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জেনেছেন। তাৎক্ষনিক বিষয়টি সমাধানের জন্য কর্মকর্তাকে জানানো হয়েছে।