Probashirkantho
ঢাকাশনিবার , ১৯ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ঐতিহ্য দিবসে ফিলিস্তিনি সাংস্কৃতিক স্থান হুমকির মুখে: আল-হক

আন্তর্জাতিক ডেস্ক:
এপ্রিল ১৯, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ
Link Copied!

১৮ এপ্রিল, শুক্রবার ছিল বিশ্ব ঐতিহ্য দিবস। অথচ এদিনই ফিলিস্তিনি সংস্কৃতি ও ঐতিহ্যবাহী স্থানগুলো ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে।

এসব হামলা ও দখলের মাধ্যমে ধ্বংস করা হচ্ছে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ ফিলিস্তিনি স্থাপনাগুলো। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আল-হক।

সংস্থাটি জানায়, অধিকৃত পশ্চিম তীরের উত্তর বেথেলহেম গভর্নরেটে অবস্থিত আল-মাখরুর অঞ্চলটি বর্তমানে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের দ্বারা দখল করা হচ্ছে। জাতিসংঘ ২০১৪ সালে এই অঞ্চলকে বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত করে।

আল-হকের বিবৃতিতে বলা হয়, আল-মাখরুর ও বাত্তির এলাকার ঢালু জমিতে স্থানীয় ফিলিস্তিনিরা যুগ যুগ ধরে জলপাই, আঙ্গুর, শাকসবজি ও ফলমূল চাষ করে আসছেন। অঞ্চলটি তার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক সেচ ব্যবস্থা এবং প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য পরিচিত।

এতে আরও বলা হয়, আল-মাখরুর ফিলিস্তিনের বাকি থাকা অল্প কিছু সম্ভাবনাময় কৃষি এলাকার একটি। কিন্তু সেখানে ইসরায়েলি অবৈধ অবকাঠামো নির্মাণ ও বসতি সম্প্রসারণ ক্রমেই বাড়ছে। ফলে এলাকার জীববৈচিত্র্য, কৃষিভিত্তিক উৎপাদন এবং ঐতিহ্যগত জীবনধারা ধ্বংসের মুখে পড়ছে।

আল-হক বলছে, ইসরায়েলি দখলদারিত্বের কারণে হুমকির মুখে পড়েছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ফিলিস্তিনি ঐতিহ্যবাহী স্থান। এর মধ্যে রয়েছে— জেরুজালেমের পুরোনো শহর ও এর চারপাশের দেয়াল, হেবরনের ঐতিহাসিক পুরোনো শহর, এবং গাজার সেন্ট হিলারিয়ন মঠ (তেল উম্মে আল-আমর)।

সংস্থাটি দাবি করে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরায়েল ফিলিস্তিনে যে আগ্রাসন শুরু করেছে, তাতে এখন পর্যন্ত ৫১ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের অধিকাংশই নারী ও শিশু।