ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ঢাকাসহ সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়ে আজকের মত সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এতে প্রায় পৌনে ৯টা ঘণ্টা পর রাজধানীর তেজগাঁও-মগবাজার সড়কে যান চলাচল শুরু হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তেজগাঁও সাতরাস্তা মোড়ে কারিগরি ছাত্র-আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারী আজকের মত সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার ঘোষণা করেন। এরপর সড়কে যান চলাচল শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার পর সড়কে সরব হয় ট্রাফিক পুলিশের সদস্যরা। সাতরাস্তা মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের তৎপর দেখা যায়। এ সময় যান চলাচল শুরু হলেও পৌনে ৯ ঘণ্টার অবরোধের কারণে যে ভোগান্তি সড়কে ছিল তার প্রভাব রয়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হওয়া ঝড়ো বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন সকাল থেকে সড়কে আটকে পড়া যাত্রীরা।
এদিন সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকে তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে স্থবির হয়ে যায় পুরো ঢাকা। তেজগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, কাওরানবাজার, মগবাজার, এফডিসি মোড়, হাতিরঝিল, গুলশান, মালিবাগ মৌচাকসহ চারিদিকে ছড়িয়ে পড়ে তীব্র যানজট। শুধু সড়ক নয়, তেজগাঁও, কারওয়ানবাজার, মহাখালী এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইনকামিং রুট স্থবির হয়ে যায়। দীর্ঘক্ষণ আটকে থাকার পর অনেক বাস, সিএনজি ও প্রাইভেটকার থেকে যাত্রীদের নেমে হেঁটে চলে যেতে দেখা যায় গন্তব্যের উদ্দেশে।
তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম জানান, পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে দিনভর ছিল জনভোগান্তি। দিনভর রোদের পর বৃষ্টির কারণে ভোগান্তি আরো বেড়ে যায়। তবে সন্ধ্যায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ ছেড়ে দিলে সড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে স্বাভাবিক হতে একটু সময় লাগবে। ট্রাফিক পুলিশ সদস্যরা সর্বাত্মক চেষ্টা করছেন দ্রুত সড়ক সচল ও গতিশীল করার জন্য।
এর আগে, বুধবার সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ছয় দাবিতে রাজধানীর তেজগাঁও সাতরাস্তা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যায়। এই আন্দোলনে অংশ নেন মহিলা পলিটেকনিক ছাত্রীরাও।