Probashirkantho
ঢাকাশুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

সিলেট প্রতিনিধি::
জানুয়ারি ৩১, ২০২৫ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সাদা কাপড়ে মোড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভেঙে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাতের আঁধারে কে বা কারা এটি ভেঙে দিয়েছে।

এরআগে গত ৯ জানুয়ারি ম্যুরালটি অপসারণে তিনদিনের সময় বেঁধে দিয়েছিল সিলেটের ‘তৌহিদী জনতা’। এদিন নগরীর কোর্ট পয়েন্টে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ আল্টিমেটাম দেন সিলেট নগরের জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসার মুহাদ্দিস মাওলানা শাহ মমশাদ আহমদ।

তবে আল্টিমেটামের তিনদিন পার হলেও বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেল পর্যন্ত ম্যুরালটি অপসারণ করেনি সিলেট জেলা প্রশাসকের কার্যালয়। এ অবস্থায় বৃহস্পতিবার রাতের আধারে কে বা কারা মুর্যালটি ভেঙে দিয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল থেকে মুর্যাল ভাঙচুরের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

একটি ছবিতে দেখা গেছে, ম্যুরালটি ভেঙে ফেলার জন্য নিচের অংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তবে এটিকে উপড়ে ফেলতে পারেনি।

এ বিষয়ে সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ  বলেন, রাতের আধাঁরে কে বা কারা এটি ভেঙে দিয়েছেন। এটা খোঁজ নিয়ে দেখতে হবে।

২০২০ সালের ১৯ আগস্ট সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের উদ্বোধন করেন তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এরপর থেকে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও মৃত্যুবার্ষিকীতে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতেন সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরপর সিলেটের বিভিন্ন স্থানে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাঙচুর করা হয়। এ সময় এ ম্যুরালটি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এরপর থেকে এটি সাদা কাপড়ে মোড়া অবস্থাতে ছিল।