Probashirkantho
ঢাকাশনিবার , ১২ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় ২৪ কেজি হরিণের মাংস জব্দ

Hossain Ahmad
এপ্রিল ১২, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাটের সুন্দরবন সংলগ্ন মোংলায় চামড়াসহ ২৪ কেজি হরিণের মাংস এবং শিকার কাজে ব্যবহৃত একটি কাঠের নৌকা জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলার জয়মনিরঘোল বালুর মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই চামড়া ও মাংস উদ্ধার করা হয়।

এ সময় কাউকে আটক করতে পারেননি কোস্টগার্ডের সদস্যরা।

শনিবার (১২ এপ্রিল) সকালে জব্দ করা হরিণের চামড়া, মাংস এবং কাঠের নৌকা পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নন্দবালা ফরেস্ট অফিসের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হরিণের চামড়া ও মাংস উদ্ধার করা হয়েছে। জব্দ নৌকা চামড়া ও মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সুন্দরবন ও উপকূল রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।