বাংলা বর্ষবরণ, শোভাযাত্রা ও বৈশাখী মেলা উদযাপন উপলক্ষে প্রকাশিত হয়েছে ‘বাংলা নববর্ষ স্মারকগ্রন্থ ১৪৩২’। গ্রন্থটি একইসঙ্গে নিউইয়র্ক, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত হয়েছে।
সদ্যপ্রয়াত সংস্কৃতি-সাধক প্রফেসর ড. সন্জীদা খাতুনকে স্মারকগ্রন্থটি উৎসর্গ করা হয়েছে।
বাংলা বর্ষবরণের রাষ্ট্রীয় স্বীকৃতি রেজুলেশন বাংলা ও ইংরেজিতে উপস্থাপনের মধ্য দিয়ে ‘বাংলা নববর্ষ স্মারকগ্রন্থ ১৪৩২’-এর অবয়ব উন্মোচিত হয়েছে।
স্মারকগ্রন্থটির সম্পাদনা পর্ষদে উপদেষ্টা সম্পাদক বিশ্বজিত সাহা, প্রধান সম্পাদক নূরুল বাতেন, সম্পাদক ড. মিল্টন বিশ্বাস এবং নির্বাহী সম্পাদক ফারুক আহমেদ দায়িত্ব পালন করেন।
‘বাংলা নববর্ষ ১৪৩২ স্মারকগ্রন্থে’র সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো- ‘ক্রোড়পত্র: সন্জীদা খাতুন’। ২৫ মার্চ তাঁর প্রয়াণের পর বিশ্বজিৎ ঘোষের লেখা এবং ‘সন্জীদা খাতুন: এক রবীন্দ্র তপস্বীর জীবন রেখা’ শীর্ষক সংকলন দিয়ে সাজানো হয়েছে ক্রোড়পত্রটি।
স্মারকগ্রন্থের লেখকরা হলেন- বিশ্বজিত সাহা, সারওয়ার আলী, অমর মিত্র, সৌমিত্র শেখর, অজয় দাশগুপ্ত, ড. মুহাম্মদ আসাদুজ্জামান, হাকিম আরিফ, মানবেন্দ্র মুখোপাধ্যায়। নিউইয়র্কে উদযাপিত বর্ষবরণ নিয়ে স্মৃতিচারণ করেছেন হাসান ফেরদৌস ও শিবলী সাদেক। গদ্য লিখেছেন মহীতোষ তালুকদার তাপস, লায়লা হাসান এবং লুতফুন নাহার লতা।
লেখাগুলোয় নববর্ষের ইতিহাস, ঐতিহ্য ও উদযাপনের বিবরণ তুলে ধরা হয়েছে।
সব মিলে বাংলা নববর্ষ ১৪৩২ স্মারকগ্রন্থটি টাইমস স্কয়ার ও জ্যাকসন হাইটস উৎসবের অন্যতম স্মারক হিসেবে পাঠকদের কাছে সমাদৃত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।