গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে কোটালীপাড়া উপজেলা চৌরখুলী ও মদনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পানিতে ডুবে মৃত শিশুরা হলো- একই উপজেলার চৌরখুলী গ্রামের জসিম শেখের ছেলে আড়াই বছরের ওমর ফারুক ও মদনপাড়া গ্রামের মশিউর হাজরার মেয়ে নুসরাত খানম (৮)।
জানা গেছে, পরিবারের সদস্যদের অজান্তে নিজ নিজ বাড়ির পাশের পুকুর পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পানিতে পড়ে যায় শিশু দুইটি। পরে পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি ময়নাতদন্ত করা হয়নি।