মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বোরহান মোল্লা (৪০) মারা গেছেন।
সোমবার(৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার পপুলার হাসপাতালে তিনি মারা যান।
জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরব্রাহ্মন্দী এলাকার শিমুল সরদারের সঙ্গে বিরোধ চলছিল ঝাউদি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বোরহান মোল্লার। ব্যক্তিগত কাজ শেষে শনিবার দুপুর ১২টার দিকে ব্যাটারিচালিত ইজিবাইক করে জেলা শহরের পুরানবাজার থেকে বাড়ি ফিরছিলেন বোরহান মোল্লা। পথে শহরটির চৌরাস্তা এলাকায় এলে ইউপি সদস্যের ওপর হামলা চালায় শিমুল সরদার ও তার লোকজন। এ সময় ধারালো অস্ত্র দিয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়। বোরহানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহত বোরহানকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। পরে ৭ এপ্রিল সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় বোরহানের মৃত্যু হয়।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান জানান, ইউপি সদস্য বোরহান মোল্লা নিহতের ঘটনায় এখনও মামলা হয়নি। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।