কিশোরগঞ্জে ভাড়াবাসা থেকে আমিনুল ইসলাম (৩০) নামে এক পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৭ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে কিশোরগঞ্জ জেলা শহরের নিউটাউন এলাকার একটি বাসা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা শহরের নিউটাউন এলাকার শরীফুল ইসলামের বাসার ভাড়াটিয়া হিসেবে স্ত্রী–সন্তান নিয়ে বসবাস করে আসছিলেন আমিনুল ইসলাম। ঈদের ছুটি কাটিয়ে স্ত্রী–সন্তান গ্রামের বাড়িতে রেখে গত ৫ এপ্রিল তিনি কিশোরগঞ্জ আসেন। এরপর ৬ এপ্রিল কর্মস্থলে ডিউটি করেন তিনি। সোমবার (৭ এপ্রিল) তার কোনো ডিউটি ছিল না। এদিন দুপুরে সর্বশেষ তার মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন আমিনুল। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্যরা বাসার মালিককে জানালে তিনি বাসার দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাদের জানান। খবর পেয়ে পুলিশ গিয়ে দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় আমিনুলের মরদেহ উদ্ধার করে।
কিশোরগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।