Probashirkantho
ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় জমি নিয়ে সংঘর্ষে মসজিদের খতিবসহ নিহত ৩

অনলাইন ডেস্ক:
এপ্রিল ৬, ২০২৫ ৪:৪১ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন৷

রোববার (৬ এপ্রিল) সকাল ১১টার দিকে উখিয়া উপজেলার কুতুপালং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামায়াত নেতা নাজির হোসেনের ছেলে ও স্থানীয় মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)।

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন।  

কুতুপালং বাজার কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন ও তার চাচাতো ভাই আব্দুল মান্নানদের মধ্যে জমির সীমানা নিয়ে বিরোধ ছিল। এ নিয়ে কয়েকদিন ধরে ঝগড়া বিবাদ চলছিল। রোববার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে আহত হন কয়েকজন। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং প্রতিপক্ষ আব্দুল মান্নান ও তার বোন শাহিনার মৃত্যু হয়। মাওলানা আব্দুল্লাহ আল মামুন কুতুপালং বাজার মসজিদের খতিব। নিহত সবাই আপন চাচাতো ভাই-বোন।

উখিয়া থানার ওসি আরিফ হোসাইন বলেন, খবর পেয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।