Probashirkantho
ঢাকামঙ্গলবার , ১ এপ্রিল ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ঈদ করতে গ্রামের বাড়িতে এসেই স্বেচ্ছাসেবক লীগ নেতা গণপিটুনি শিকার

অনলাইন ডেস্ক:
এপ্রিল ১, ২০২৫ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঈদুল ফিতর উদযাপন করতে গ্রামের বাড়িতে এসেই গণপিটুনির শিকার হয়েছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি।

রোববার (৩০ মার্চ) দিবাগত রাত ৯টার দিকে মো. জসিম উদ্দিন জিসান (৩৬) নামের ওই ব্যক্তিকে আটক করে গণপিটুনি দেয় জনতা।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

জসিম উদ্দিন জিসান সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড কান্তার পাড়ার আহমদ নবীর ছেলে। তিনি উত্তর সাতকানিয়া সাংগঠনিক শাখা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

সাতকানিয়া থানার ওসি মো.জাহেদুল ইসলাম জানান, চাঁদ রাতে পরিবারের সদস্যদের জামা-কাপড় দিতে গেলে এলাকার লোকজন তাকে ধরে পিটুনি দেয়। এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।