Probashirkantho
ঢাকারবিবার , ৩০ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে বাস-অটোরিশার সংঘর্ষে একজন নিহত

অনলাইন ডেস্ক:
মার্চ ৩০, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে একজন নিহত হয়েছে।

রোববার (৩০ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশে এ ঘটনা ঘটেছে।

তাৎক্ষণিক নিহতের পরিচয় জানা যায়নি।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জানান, কোনাবাড়ী ফ্লাইওভারের পশ্চিম পাশে কালিয়াকৈরগামী একটি বাসের সঙ্গে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশায় থাকা ৫জন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় চার জন আহত হয়েছে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। হতাহতরা সবাই অটোরিকশার চালক ও যাত্রী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।