Probashirkantho
ঢাকারবিবার , ৩০ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন: ১৩ জনের মনোনয়নপত্র বাতিল

অনলাইন ডেস্ক:
মার্চ ৩০, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

স্বৈরাচারী সরকারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়া একটি প্যানেলের ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করেছে প্রধান নির্বাচন কমিশনার।

শনিবার (২৯ মার্চ) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইব্রাহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের বৈধ প্রার্থী পদের তালিকা প্রকাশের দিন ধার্য ছিল। এর পরিপ্রেক্ষিতে প্রার্থীদের পদের দাখিলকৃত প্রত্যেকটি মনোনয়নপত্র যাচাই বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্তভাবে প্রতিয়মান হয় যে, ক্রমিক নং-১ থেকে ১৩ নম্বর পর্যন্ত প্রার্থীগণ বিগত ফ্যাসিস্ট, স্বৈরশাসক শেখ হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগী ও দোসর প্রমাণিত হওয়ায় বর্তমান প্রেক্ষাপটে তাদের প্রার্থীত পদের জন্য অযোগ্য ও উপযুক্ত নন।

(I am satiesfied that the candites are not eligible for the posts.) সেহেতু ১ থেকে ১৩ নম্বর প্রার্থীতা পদের জন্য দাখিলকৃত মনোনয়নপত্রগুলি প্রত্যাখ্যান অগ্রহনযোগ্য ও বাতিল করা হইল। ।

তবে ওই বিজ্ঞপ্তিতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়া অন্য দুই নির্বাচন কমিশনার অ্যাডভোকেট ইকবাল রায়হান (সোহেল) ও অ্যাডভোকেট তোফায়েল আহমদের (বকুল) স্বাক্ষর ছিল না।

ওই প্যানেলে সভাপতি পদে লিয়াকত আলী ও একরামুল আমিন, সহ-সভাপতি পদে নুরুল ইসলাম ও জব্বার, সাধারণ সম্পাদক ইয়ামিন আহমেদ, সহ-সাধারণ সম্পাদক রনি চন্দ্র রায়, কামরুল হাসান (ফিদেল), কোষাধ্যক্ষ পদে ইন্দ্রোজিৎ কুমার রায় (অনিক), শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে সৈয়দ মোসাব্বির হোসেন উচ্ছ্বাস, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে দেলোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক সৌরভ রায়, সদস্য পদে শাহাজাদ- এ কিউ খাঁন এবং তছলিমা আকতার (তাজ) মনোনয়নপত্র জমা দেন।

যাচাই-বাছাই শেষে স্বৈরাচারী সরকারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।