Probashirkantho
ঢাকাবৃহস্পতিবার , ২৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সীমা বাড়লো মোবাইল ব্যাংকিংয়ের

অনলাইন ডেস্ক:
মার্চ ২৭, ২০২৫ ৭:৪০ অপরাহ্ণ
Link Copied!

মোবাইলে ব্যাংকিং বা আর্থিক সেবার (এমএফএস) লেনদেন সীমা আবার বাড়ানো হয়েছে। এখন একজন গ্রাহক তার অ্যাকাউন্টে দিনে ৫০ হাজার টাকা এবং মাসে সর্বোচ্চ তিন লাখ টাকা জমা (ক্যাশ-ইন) করতে পারবেন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংক এক সার্কুলারের মাধ্যমে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনের এ নতুন সীমা নির্ধারণ করে দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়, দিনে সর্বোচ্চ ৩০ হাজার টাকা তোলা বা ক্যাশ আউট করা যাবে। মাসে করা যাবে দুই লাখ টাকা। তবে ব্যাংক ট্রান্সফারের ক্ষেত্রে আগের মতোই দিনে ৫০ হাজার এবং মাসে তিন লাখ টাকা অপরিবর্তিত রয়েছে।

এছাড়া ব্যবসা থেকে ব্যক্তি (বিটুপি) দৈনিক সীমা ২৫ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। মাসিক দুই লাখ থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে।

নতুন নির্দেশনায় আরও বলা হয়, হিসাবের স্থিতির সীমা তিন থেকে বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয়েছে। তবে সীমা অপরিবর্তিত থাকবে ব্যাংক ট্রান্সফারের (ব্যাংক হিসাব ও কার্ড)।

এক্ষেত্রে কোনো লেনদেনের সংখ্যা প্রযোজ্য নয় বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৫