Probashirkantho
ঢাকাসোমবার , ২৪ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বাইক খাদে পড়ে কিশোর বাইকার নিহত

অনলাইন ডেস্ক:
মার্চ ২৪, ২০২৫ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে মোটরসাইকেল খাদে পড়ে রনি শেখ (১৪) নামে এক কিশোর বাইকার নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অপর আরোহী তার চাচাতো ভাই জিমি শেখ।

 

সোমবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলার মাঝিগাতী ডালনিয়া সড়কের বাঘাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রনি শেখ ডালনিয়া গ্রামের ওলি শেখের ছেলে। সে সদর উপ‌জেলার মাঝিগাতী হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র এবং জিমি একই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টায় রনি চাচাতো ভাই জিমি শেখকে নিয়ে ঘুরতে বের হয়। তারা বাঘাজুড়ি গ্রাম এলাকায় পৌঁছানোর পর রনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে দুইজনই গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ আড়াইশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রনি শেখকে মৃত ঘোষণা করেন। অপর আহত জিমি শেখকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।