Probashirkantho
ঢাকাশনিবার , ২২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

টেকনাফে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবি, দুই শিশু নিখোঁজ

অনলাইন ডেস্ক:
মার্চ ২২, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ
Link Copied!

মিয়ানমার থেকে পালিয়ে কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশের সময় সাগরে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৫ জনকে জীবিত উদ্ধার করা হলেও দুই রোহিঙ্গা শিশু নিখোঁজ রয়েছে।

শুক্রবার (২১ মার্চ) দিনগত রাতে সাগরের টেকনাফ শাহপরীর দ্বীপের অংশে এ ঘটনা ঘটে।

টেকনাফ সাবরাং ইউনিয়ন ও শাহপরীর দ্বীপের বাসিন্দা আব্দুল মান্নান বলেন, স্থানীয় জেলেদের মাধ্যমে জেনেছি মিয়ানমার থেকে পালিয়ে টেকনাফে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই একটি নৌকা সাগরের শাহপরীর দ্বীপ অংশে ডুবে যায়। বিজিবির সদস্যরা তাদের উদ্ধারে গেলে নারী-পুরুষ ও শিশু সহ ২৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দুজন রোহিঙ্গা শিশু নিখোঁজ বলে তিনি জানান। নিখোঁজদের উদ্ধার কার্যক্রম চলছে।

অন্যদিকে স্থানীয় জেলে রহিম উল্লাহ বলেন, রাতে সাগরে রোহিঙ্গা বোঝাই নৌকাডুবির ঘটনা ঘটলে তাদের উদ্ধার করতে গিয়ে শাহপরীর দ্বীপ বিওপির একজন বিজিবির সদস্য নিখোঁজ হয়েছে।

তবে এ ঘটনায় টেকনাফ বিজিবির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।