Probashirkantho
ঢাকাশুক্রবার , ২১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে বিএনপি কর্মীকে পিটিয়ে হত্যার অভিযোগ

অনলাইন ডেস্ক:
মার্চ ২১, ২০২৫ ৩:১২ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরের কাজিরবেড় ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সামন্তা গ্রামে বিএনপিকর্মী জাফর হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) মধ্য রাতে এ ঘটনা ঘটে।

নিহত জাফর হোসেন সামন্তা গ্রামের জীবননগর পাড়ার জাবেদ আলীর ছেলে।

সালিশের নামে ডেকে নিয়ে তাকে পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটার সঙ্গে স্থানীয় জামায়াত সমর্থকরা জড়িত বলে অভিযোগ মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান রণির।

মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া জানান, একটি গাছের মালিকানা নিয়ে বিএনপিকর্মী জাফর হোসেনের সঙ্গে স্থানীয় জামায়াত নেতা আমির মোড়ল, সজিব, তরিকুল ও আব্বাস মাস্টারের সঙ্গে বিরোধ চলছি। বিরোধ মিটানোর জন্য বৃহস্পতিবার রাতে জাফর হোসেনকে ডেকে নিয়ে যাওয়া। এরপর তাকে বিচারের নামে পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতেই তাৎক্ষণিকভাবে সামন্তা গ্রামে বিএনপি সমর্থকরা বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং সতর্ক অবস্থায় রয়েছেন। তবে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যেকোনো সময় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী মনে করছে।

মহেশপুর উপজেলা বিএনপি শুক্রবার বিকেল ৩টার দিকে সামন্তা বাজারে প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছেন। ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, বৃহস্পতিবার রাতে জাফর হোসেন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারে পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।