Probashirkantho
ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ঈদের আগে পোশাকশ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি

অনলাইন ডেস্ক:
মার্চ ১৮, ২০২৫ ৩:৪১ অপরাহ্ণ
Link Copied!

 আসন্ন ঈদুল ফিতরের আগে পোশাকশ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

মঙ্গলবার (১৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের ব্যানারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এ দাবি জানান।

বিক্ষোভ সমাবেশে শ্রমিক নেতারা গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন ঈদুল ফিতরের আগে (২০ রমজান থেকে ২৫ রমজানের মধ্যে) গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। ঈদের আগে দেশের কোনো গার্মেন্টস শ্রমিকের বেতন ও বকেয়া থাকতে পারবে না। বেতন ও বোনাস পরিশোধ না করলে আমরা সামনের দিকে আরও সোচ্চার হয়ে আন্দোলন করবো।

তারা আরও বলেন, ক্ষমতার বদল হলেও আমাদের শ্রমিকদের জীবনে কোনো পরিবর্তন আসেনি। শ্রমিকরা এখনো তাদের দাবি আদায়ে রাস্তায় রয়েছে। অতএব সরকার বদলের মধ্য দিয়ে শ্রমিকদের জীবনের কোনো পরিবর্তন আসবেও না। সংগ্রামের মধ্য দিয়ে আমাদের দাবি আদায় করতে হবে।

শ্রমিক নেতারা বলেন, বাংলাদেশের যত শ্রমিক নেতা ও সাধারণ শ্রমিকের নামে মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে, সেগুলো ঈদের আগে প্রত্যাহার করতে হবে। গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানা কমিটির সভাপতি খোরশেদ আলমকে মুক্তি দিতে হবে।

এ সময় বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা আবু সাঈদ, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, শ্রমিক নেতা শামীম ইমাম, শ্রমিক নেতা প্রকাশ দত্ত প্রমুখ।