Probashirkantho
ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

সাগরে হারিয়ে তেলাপোকা-পাখি-কচ্ছপ খেয়ে বেঁচে ছিলেন ৯৫ দিন

আন্তর্জাতিক ডেস্ক:
মার্চ ১৮, ২০২৫ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

প্রশান্ত মহাসাগরে হারিয়ে গিয়েছিলেন পেরুর এক জেলে। হারিয়ে যাওয়ার ৯৫ দিন পর ফিরলেন তিনি।

পুরো সময়টা তিনি বেঁচে ছিলেন কচ্ছপ, পাখি ও তেলাপোকা খেয়ে।

৬১ বছর বয়সী ম্যাক্সিমো নাপা কাস্ত্রো গত বছরের ৭ ডিসেম্বর পেরুর দক্ষিণ উপকূলের মারকোনা শহর থেকে মাছ ধরার অভিযানে রওনা হন। তার এই অভিযান ছিল দুই সপ্তাহের।

ঠিক ১০ দিন পর দশ দিন পর একটি ঝড়ে তার নৌকা পথ হারিয়ে ফেলে। নৌকায় তার বেঁচে থাকার রসদ কমতে থাকে। পরিবার তার সন্ধান করেও পায়নি। নৌ টহল দলও তাকে খুঁজে পেতে ব্যর্থ হয়।

অবশেষে গত বুধবার ইকুয়েডরের টহল জাহাজ ডন এফ হারিয়ে যাওয়া ওই জেলেকে খুঁজে পায়। উপকূল থেকে এক হাজার ৯৪ কিলোমিটার দূরে তাকে খুঁজে পাওয়া যায়। পানিশূন্যতায় তার অবস্থা গুরুতর পর্যায়ে চলে গিয়েছিল।

ম্যাক্সিমো তার নৌকায় বৃষ্টির পানি ধরে রাখতেন। এর সঙ্গে যা কিছু পেতেন, তা-ই খেতেন।

শুক্রবার ইকুয়েডোরিয়ান সীমান্তের কাছে পাতিয়ায় ভাইয়ের সঙ্গে সাক্ষাতে এক আবেগঘন পরিবেশের অবতারণা হয়। সেখানে তিনি সাগরে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন।

প্রথমে তিনি তেলাপোকা ও পাখি খেয়ে বেঁচে ছিলেন। পরে তিনি কচ্ছপ খেতে বাধ্য হন। শেষের ১৫ দিন তিনি খাবার ছাড়াই বেঁচে ছিলেন।

পুরোটা সময় তিনি নিজের দুই মাস বয়সী নাতনিসহ পরিবারের অন্যদের কথা ভাবতেন। এই ভাবনা তার মানসিক শক্তির যোগান দিত। শেষ পর্যন্ত পরিবারের সঙ্গে তার দেখা হলো।

ম্যাক্সিমো বলছিলেন, আমি প্রতিদিন আমার মায়ের কথা ভাবতাম। আমাকে দ্বিতীয়বার বাঁচার সুযোগ দেওয়ার জন্য আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ।