Probashirkantho
ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কক্সবাজারে ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন ডেস্ক:
মার্চ ১৭, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ
Link Copied!

কক্সবাজার শহরের পাহাড়তলীতে মুজিবুর রহমান (৩৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার পাহাড়তলী বাজারে এ ঘটনা ঘটে।

নিহত মুজিবুর স্থানীয় হালিমা পাড়ার মৃত আবদুল জলিলের ছেলে। তিনি অটোরিকশার চালক ছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইলিয়াস খান এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের ভাই তানভীর জানান, রাতে পাহাড়তলীর একটি গ্যারেজে ব্যাটারিচালিত ইজিবাইক রাখা নিয়ে মুজিবুর রহমান ও পাশের ইসলামপুর এলাকার মো. হোসেনের ছেলে গোলাম মোস্তফার কথা কাটাকাটি হয়। এসময় ক্ষিপ্ত হয়ে মুজিবুর রহমানকে ছুরিকাঘাত করেন মোস্তফা। এতে গুরুতর আহত হলে তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এসময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান বলেন, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে ধরতে অভিযানে চলছে।