বেতন পরিশোধের দাবিতে গাজীপুর সিটি করপোরেশনের তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। রোববার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে লুমেন টেক্সটাইল লিমিটেড কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করেন।
পরে ক্ষুব্ধ শ্রমিকেরা তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, ফেব্রুয়ারি মাসের বেতনের দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে তারা প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।