Probashirkantho
ঢাকাশনিবার , ১৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত তিন

অনলাইন ডেস্ক:
মার্চ ১৫, ২০২৫ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মেদিআশুলাই এলাকায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (১৫ মার্চ) সকাল ৮টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সম্পর্কে স্বামী-স্ত্রী। তাদের বয়স আনুমানিক ৬২ বছর ও ৫৮ বছর। তবে তাদের নাম জানা যায়নি। অপরজন হলেন অটোরিকশাচালক (৪২)।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামরুল হাসান জানান, যাত্রী নিয়ে একটি অটোরিকশা কালিয়াকৈর বাজারে দিকে যাচ্ছিল। একপর্যায়ে অটোরিকশাটি মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের মেদিআশুলাই এলাকায় পৌঁছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশাচালক ও স্বামী-স্ত্রী মারা যান।

এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠায়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।