Probashirkantho
ঢাকাসোমবার , ২৭ জানুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

দ্বিতীয় দিনের মতো চলছে খুলনায় ট্যাংক-লরি শ্রমিকদের কর্মবিরতি

নিজস্ব প্রতিবেদক::
জানুয়ারি ২৭, ২০২৫ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমের গ্রেফতারের প্রতিবাদ ও জামিনের দাবিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ট্যাংক-লরি শ্রমিকরা।

সোমবার (২৭ জানুয়ারি) খালিশপুরে অবস্থিত শ্রমিক ইউনিয়নের কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়ে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রাখেন শ্রমিকরা। এতে খুলনা বিভাগসহ ১৬টি জেলায় তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে।

জানা যায়, রোববার দুপুরে আলী আজিমকে ডিবি পুলিশ আটক করে। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। এরপর থেকে পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সংকটের আশঙ্কা দেখা দিয়েছে।

পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংক-লরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় সমিতির সাধারণ সম্পাদককে গ্রেফতার করা হয়েছে। অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে। যতক্ষণ তাকে মুক্তি দেওয়া না হবে, আমাদের কর্মবিরতি চলবে।