Probashirkantho
ঢাকাবুধবার , ১২ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুরে আওয়ামীপন্থি শিক্ষককে আটক করে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

অনলাইন ডেস্ক:
মার্চ ১২, ২০২৫ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অস্থায়ী শিক্ষক মো. সোবহানকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ মার্চ) রাতে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে থেকে তাকে পুলিশের হাতে তুলে দেন তারা।

আওয়ামীপন্থি শিক্ষক হিসেবে পরিচিত ছিল তার। তিনি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের ইনস্ট্রাক্টর হিসেবে অস্থায়ী হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ২৯ জুলাইয়ে আন্দোলনে সম্পৃক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গঠিত সাইবার সিকিউরিটি কমিটির সদস্য ছিলেন তিনি। গত ৫ আগস্টের পর থেকে তিনি ইনস্টিটিউটে অনুপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগে ছাত্ররা সোবহানকে পুলিশের হাতে সোপর্দ করেন। বর্তমানে তিনি আটক রয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।