Probashirkantho
ঢাকামঙ্গলবার , ১১ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

অনলাইন ডেস্ক:
মার্চ ১১, ২০২৫ ১১:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে সাভারসহ এর আশপাশের ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টার দিকে পাওয়ার গ্রিডে আগুন লেগেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। প্রায় দুই ঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস।

আমিনবাজার পাওয়ার গ্রিডের নির্বাহী প্রকৌশলী মাধব চন্দ্র সাহা বলেন, পাওয়ার গ্রিডের ট্রান্সফরমারে আগুন লেগেছে। তবুও আমরা এখন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ করিনি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল ইসলাম বলেন, আগুনের খবর পেয়ে তৎক্ষণাৎ সাভার ফায়ার সার্ভিসের ৩টি, আমিনবাজার ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ মোট ৯টি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানাতে পারেন নি তিনি।

ফায়ার সার্ভিসের ঢাকার ৪ নম্বর জোনের উপসহকারী পরিচালক মো. আলাউদ্দিন বাংলানিউজকে বলেন, সকাল ৭টার দিকে আমিনবাজার পাওয়ার গ্রিডের একটি ট্রান্সফরমারে আগুন ধরে যায়। খবর পেয়ে সাভার ও ঢাকার বিভিন্ন ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ট্রান্সফরমারের ভেতরে দাহ্য তেল থাকায় এখনও আগুন নির্বাপন করা সম্ভব হয়নি।