Probashirkantho
ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ট্যুরিস্ট পুলিশ আরও সক্রিয় হলে অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক:
মার্চ ৬, ২০২৫ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ট্যুরিস্ট পুলিশ আরও সক্রিয় হলে বিদেশি পর্যটকেরা দেশে আসবে, যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে। এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুরে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে ফারইস্ট ভবনের নিচতলায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ট্যুরিস্ট পুলিশ ২০১৩ সালে প্রতিষ্ঠিত হলেও তাদের জনবলের অনেক ঘাটতি রয়ে গেছে। তাদের নিজস্ব কোনো থাকার জায়গা নেই, যানবাহনের অনেক সমস্যা আছে। এরকম অনেক সমস্যার কথা আজকে শুনলাম। তারা দেশে অনেক ভালো কাজ করছে, সেই উদাহরণও আছে।

তিনি বলেন, এই ট্যুরিস্ট পুলিশ যদি আরও অ্যাকটিভ (সক্রিয়) হয়, তাহলে বিদেশি পর্যটকেরা আমাদের দেশে আসবে, যা আমাদের দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে।

ট্যুরিস্ট পুলিশের সংখ্যা, যানবাহন বাড়ানোসহ তাদের থাকার ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, তারা একটি ভাড়া বিল্ডিংয়ে থাকে। তাদের নিজস্ব একটি বিল্ডিং দরকার, এ নিয়ে আলোচনা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের সংখ্যা অনেক কম হলেও স্পট অনেক বেশি। তাই তাতের জনবল বাড়ানো দরকার।