Probashirkantho
ঢাকাবৃহস্পতিবার , ৬ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ব‌রিশালে গ্রিন লাইন পরিবহনের চলন্ত বাসে আগুন

অনলাইন ডেস্ক:
মার্চ ৬, ২০২৫ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের উজিরপুরের বামরাইল বাজার সংলগ্ন এলাকায় গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে আগুন ধরে যায়। এতে বাসটির ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, ঢাকা থেকে বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের বাসটিকে যান্ত্রিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি টের পেয়ে চালক গাড়ি সড়কের পাশে থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়ায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

আগুনে বাসটি পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সেই সাথে আগুন নেভানোর পরপরই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

এদিকে উজিরপুর ফায়ার স্টেশনের লিডার কলিম জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন, তবে তার আগেই গোটা বাসে আগুন ছড়িয়ে পড়ে। আর এতে বাসটির বেশিরভাগ অংশই আগুনে পুড়ে গেছে। তবে কোনো হতাহত হয়নি।

অপরদিকে প্রত্যক্ষদর্শী জানান, বাসটি হঠাৎ করে রাস্তার পাশে থামানো হলে যাত্রীরাও হুড়োহুড়ি করে নেমে যায়। এরপর বাসের স্টাফরা যাত্রীদের ব্যাগগুলো বের করে আনার চেষ্টা করেন। এ সময় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও পুরো বাসটি মুহূর্তের মধ্যে পুড়ে যায়।

এর আগে ২০২৩ সালের ২৪ আগস্ট দিনগত রাতে ঢাকা থেকে বরিশালে যাওয়ার সময় গৌরনদীর কটকস্থল নামক এলাকায় গ্রিন লাইন পরিবহনের একটি এসি বাসে অগ্নিকাণ্ড হয়। চলন্ত অবস্থায় ওই বাসটির পেছনের অংশে আগুন লাগার পর অল্প সময়ের মধ্যেই তা পুরো বাসে ছড়িয়ে পড়ে। ১৫-১৬ জন যাত্রীসহ চালক, হেলপার ও সুপারভাইজার অক্ষত অবস্থায় আগুন ছড়িয়ে পড়ার আগেই বাস থেকে নেমে যাওয়ায় সে সময়ও কোনো হতাহতের ঘটনা ঘটেনি