Probashirkantho
ঢাকাবুধবার , ৫ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

ভোটার হালনাগাদ: নিবন্ধন কেন্দ্রে শৃঙ্খলা রক্ষায় টোকেন সিস্টেম চালুর সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক:
মার্চ ৫, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ
Link Copied!

চলমান ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে নিবন্ধন কেন্দ্রে শৃঙ্খলা আনতে টোকেন সিস্টেম চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বর্তমানে লাইনে দাঁড়িয়ে ছবি তোলার কাজ সম্পন্ন করছেন সেবাগ্রহীতারারা।

সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পর বুধবার (০৫ মার্চ) এমন সিদ্ধান্ত দিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, রেজিস্ট্রেশন কেন্দ্রের লম্বা লাইন ও ঠেলাঠেলি এড়াতে আগত ব্যক্তিবর্গকে ক্রমিক নম্বর উল্লেখপূর্বক টোকেন/ স্লিপ দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা এবং এটি অনুসরণ করা হচ্ছে কিনা তা জেলা নির্বাচন কর্মকর্তাগণকে নিয়মিতভাবে তদারকি করার সিদ্ধান্ত হয়েছে।

গত ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি ভোটার হালনাগাদের কাজ শুরু করে ইসি। এরপর ৩ ফেব্রুয়ারি পর্যন্ত সে কার্যক্রম চলে। এতে ৫০ লাখের বেশি নাগরিকের তথ্য সংগ্রহ করা হয়। তারাই এখন নিবন্ধন কেন্দ্রে ছবি তোলছেন। আগামী ১১ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম চলবে।