Probashirkantho
ঢাকাসোমবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৫
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. প্রবাস জীবন
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি সিলেটের ইন্টার্ন চিকিৎসকদের

অনলাইন ডেস্ক::
ফেব্রুয়ারি ২৪, ২০২৫ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্যখাত সংস্কারে পাঁচ দাবিতে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন সিলেটের ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে তারা এ হুঁশিয়ারি দেন।

এমবিবিএস ও বিডিএস ছাড়া অন্য কাউকে চিকিৎসকের স্বীকৃতি না দেওয়াসহ পাঁচ দফা দাবিতে রোববার (২৩ ফেব্রুয়ারি) থেকে কর্মবিরতি পালন করছেন তারা। ফলে রোগীদের সেবায় ব্যাঘাত ঘটছে। হাসপাতালের বিভিন্ন বিভাগের স্থায়ী চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে।

এদিন দুপুর ১২টার দিকে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি করেন ইন্টার্ন চিকিৎসকরা। পরে সিভিল সার্জন বারবার একটি স্মারকলিপি দেন তারা।

এ সময় ইন্টার্ন চিকিৎসকরা জানান, সারা দেশের সব মেডিকেল কলেজের সঙ্গে একাত্মতা পোষণ করে পূর্ণাঙ্গ রায় ও পাঁচ দফা দাবি আদায় না হলে আগামী মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে অনির্দিষ্টকালের জন্য শাটডাউনে যাবেন ইন্টার্ন চিকিৎসকরা।

এদিকে স্মারকলিপি গ্রহণ করেন সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। তিনি সব ইন্টার্ন চিকিৎসকদের চিকিৎসাসেবা চালিয়ে যাওয়ার অনুরোধ করেন।