রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রতিষ্ঠাকালীন নাম ‘রংপুর বিশ্ববিদ্যালয়’ ফেরত চেয়ে ফের সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় আগামী সাত কর্মদিবসে মধ্যে দাবি আদায় না হলে কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দেন তারা।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শিক্ষার্থীরা এ সংবাদ সম্মেলন করেন।
এসময় শিক্ষার্থীরা বলেন, আমরা নাম পুনর্বহালের দাবিতে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদানসহ সকল ব্যবস্থা গ্রহণ করেও কোনো সুফল পাচ্ছি না। তাই আগামী ৭ কর্মদিবসে মধ্যে আমাদের দাবি আদায় না হলে আমরা কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি পালন করবো।
তারা আরও বলেন, গত ৫ ফেব্রুয়ারি বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শেখ হাসিনার উদ্বোধনী ফলকটি ভেঙ্গে দিয়ে রংপুর নাম ঘোষণা করেছেন।
সংবাদ সম্মেলনে সমন্বয়ক শামসুর রহমান বলেন, ‘ফ্যাসিস্ট সরকার ফ্যাসিজমের দূরদর্শিতা ও রাজনৈতিক চাতুরতার সঙ্গে পরিবর্তিত নাম মহীয়সী রোকেয়ার নামে করেন। যাতে নাম পরিবর্তন নিয়ে শিক্ষক, শিক্ষার্থীরা প্রতিবাদ করলে নারীবিদ্বেষীসহ নানা ট্যাগ লাগিয়ে সহজে কণ্ঠরোধ করা যায়। আওয়ামী স্বৈরাচারের শাসনামলেও এই বিশ্ববিদ্যালয়ের নাম পুনর্বহালের দাবি ওঠলে তখন নানা ট্যাগ দিয়ে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তাদের দমিয়ে রাখা হয়।
এ বিষয়ে উপাচার্য ড. শওকাত আলী বলেন, ‘শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হয়েছে। তিনি বিষয়টিকে ইতিবাচকভাবে দেখেছেন। প্রশাসনের পক্ষ থেকে আমরাও চাই নাম পরিবর্তন হোক।’