গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে আন্না বেগম (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (২৮মে) বেলা ১১টায় উপজেলার লোহাইড় বনগ্রাম সড়কের লোহাইড় মুন্সী বাড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত আন্না বেগম লোহাইড় গ্রামের সোহেল মুন্সীর স্ত্রী।
নিহতের স্বামী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ব্যাটারী চালিত ভ্যানে চড়ে লোহাইড় গ্রামের স্বামীর বাড়িতে যাচ্ছিল। ভ্যানটি মুন্সী বাড়ির কাছে পৌছালে আন্না বেগমের গায়ে থাকা ওড়না ভ্যানের চাকায় ও গলায় পেচিয়ে রাস্তার উপর আছড়ে পড়ে । এতে সে মারান্তক আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আন্নাকে মৃত ঘোষণা করেন। আন্না মৃত্যুকালে দেড় বছরের একটি ছেলে সন্তান রেখে যান।
মুকসুদপুর থানার ওসি মোঃ মোস্তফা কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।