চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় জমে থাকা বৃষ্টির পানিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু তৈয়ব (৪৫) ও মো. রবিউল (১৪) নামের দুইজনের মৃত্যু হয়েছে।
রোববার (১৮ মে) দুপুরে এম এম আলী রোডের শহীদ আব্দুল হালিম কলেজের পাশে বশর ভিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তৈয়ব মিরসরাই উপজেলার পূর্ব পোলমোগরা এলাকার বাসিন্দা এবং রবিউলের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাবিরপাড়া এলাকায়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। তবে তারা ঠিক কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন তা জানা যায়নি। তাদের লাশ মর্গে রাখা হয়েছে। স্বজনরা এলে আইনি প্রক্রিয়া শেষে লাশ হস্তান্তর করা হবে।
চকবাজার থানার ওসি জাহিদুল কবির জানান, শনিবার হওয়া বৃষ্টিতে ওই ভবনের নিচে পানি জমে ইলেকট্রিক লাইনের সমস্যা হয়। জমে থাকা পানিতে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।